সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সোমবার সকালে শহরের ইবি রোড ও বেলকুচির সেনভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৃথকভাবে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, বেলকুচি উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম গোলাম ও রেজাউল করিম প্রমুখ।
অন্যদিকে শহরের ইবি রোডে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান। কর্মসুচীতে বিএনপি-ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।