January 15, 2025, 4:26 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি নীলফামারী।
নীলফামারীর ডোমারে নিজ ঘর থেকে রুহুল আমিন মুন্না(২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড সবুজ পাড়ায় এই ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন মুন্না সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, রাতে মুন্ন বাড়িতে এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা না খুলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলেও তার কোন সারাশব্দ না পাওয়ায়, তারা দরজায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় তারা দেখে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে তার দেহ ঝুলে রয়েছে। তারা ধারণা করছেন সে আত্মহত্যা করে থাকতে পারে। পরে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করে। তবে কি বা কেন সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেনা।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর