আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি:-
স্ত্রীর সঙ্গে ঝগড়া কারণে অপমান সহ্য করতে না পেরে এক ব্যাক্তি গলায় দড়ি পেচিয়ে বড়ই গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ ওঠেছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।মৃত ওই ব্যাক্তির নাম হাবিবুর রহমান(৪০)।
সে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮নং সরকার পাড়া ওয়ার্ডের বাসিন্দা। গ্রামবাসী গণমাধ্যমকে জানান,হাবিবুর রহমান খুবই ঠান্ডা প্রকৃতির লোক, স্ত্রী লায়লা বেগম তার স্বামীর সঙ্গে হরহামেশা ঝগড়া ঝাটি করতো বলে জানান, দুই সন্তানের জনক হাবিবুর রহমান ও তার স্ত্রী গত রাতেও ঝগড়া করে বলে জানিয়েছেএলাকাবাসী আরও তারই জেরে এ-ই অসাভাবিক মৃত্যুর পথে বেছে নিয়েছেন বলে ধারনা করছেন তারা।
মৃতের স্ত্রী লায়লা বেগমকে প্রশ্ন করলে ঝগড়া ঝাটির সত্যতা স্বীকার করেন। তার নিস্পাপ সন্তানরা-ও বলেন তাদের মা তাদের বাবাকে নানা রকম ভয়ভীতি দেখাত ও গালাগালি করতো এমনকি শরীরে হাত পর্যন্ত তুলতো বলে জানান,
মঙ্গলবার ভোরে এই অপমান সহ্য করতে না পেরে বাড়ির উঠানে বড় হয়ে যাচ্ছে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে হাবিবুর আত্মহত্যা করে । এ ঘটনার পর এলাকা থমথমে রয়েছে ।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মৃত্যুর কথা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান , তিনি এ-ও জানান তাদের ঝগড়ার বিষয় নিয়ে কোনদিন তাকে অভিযোগ বা নালিশ করেনি,জানালে হয়তো তাদের পারিবারিক কলহের সমাধান টানার চেষ্টা করতাম।পার্বতীপুর থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজ গণমাধ্যমকে জানান , মৃত বাক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।