-
- জেলা সংবাদ, ধর্ম
- কুড়িগ্রামের উলিপুরে নবীণ ও প্রবীন হাজ্বীগণের মিলন মেলায় “পরিচিতি ও দোয়া মাহফিল” এ হাজ্বীগণের কান্নার রোল
- আপডেট সময় September, 18, 2022, 2:18 pm
- 175 বার পড়া হয়েছে
মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন হিজবুল হিজবুল আরাফাত তবকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, নতুন ও পুরাতন হাজীদের সমন্বয়ে “হাজী পরিচিতি ও দোয়া মাহফিল” মিলন-মেলায় পরিণত হয়। তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার (১৭ সেপ্টম্বর) দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত মিলন-মেলায় তবকপুর ইউনিয়ন ‘হিজবুল আরাফাত’র সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আবু ওয়ারেছ মন্ডলের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব হজ্জ্বের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা শুরু হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, আলহাজ্ব মাওলানা ফয়জার রহমান, তবকপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, উপজেলা হিজবুল আরাফাত-এর সহ- সভাপতি আলহাজ্ব এমডি ফয়জার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, হযরত ফাতিমা (রাঃ) বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মোঃ রুহুল আমিন, আলহাজ্ব মোঃ আব্দুল হাই, আলহাজ্ব মোঃ সোলায়মান মিয়া, আলহাজ্ব মোসলেম মিয়া, মাওঃ আলহাজ্ব মোসলে উদ্দিন আজাদি আলহাজ্ব মোঃ আব্দুল মজিত হাড়ি, আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা,। অনুষ্ঠানের ২য় পর্বে উপস্থিত হাজ্বীবৃন্দ সারিবদ্ধ ভাবে নবাগত হাজ্বীগণের সাথে মোছাহাবা ও সালাম বিনিময় শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ ফয়জার রহমান। শেষে মধ্যাহ্ন ভাজের ব্যবস্থা করা হয়।
এ জাতীয় আরো খবর