মোঃ সিদ্দিকর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবুল
হোসেনের পুত্র প্রতিবন্ধী মোঃ আবুল বাশারের প্রতিবন্ধী ভাতা ঐ ওয়ার্ডের
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার মাতুব্বরের ছেলে রানার
বিকাশ নাম্বারে গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রতিবন্ধী আবুল বাশার উপজেলা
নিবাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মোঃ আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড
অফিসে জমা দেওয়া কথা বলে পরিবারের কাছ থেকে নিয়ে ইউপি সদস্য আবুল
বাশার উপজেলা সমাজ সেবা অফিসে এসে প্রতবন্ধী আবুল বাশারের বিকাশ
নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার
দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাধ করেন।
প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম জানান, আমার স্বামীর ভাতা না
পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বর বলেন অপেক্ষা
কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজ
সেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বরের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই
বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে
সমাজ সেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর
কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেই।
ইউপি সদস্য আবুল বাশারের সাথে মোবাইল ফোনে একাধিক বার কল দিলে তিনি
ফোন রিসিভ করেন নি।
এ ব্যপারে উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান প্রতিবন্ধী
আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই বাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল
বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১
বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে
বলেছি।
উপজলো নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান অভিযোগ পেয়েছি তদন্ত
সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।