-
- জেলা সংবাদ
- ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুর জন্য হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন – মানবতার ফেরিওয়ালা
- আপডেট সময় September, 8, 2022, 4:29 pm
- 106 বার পড়া হয়েছে
মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো নিজ অর্থায়নে একটি হুইল চেয়ার প্রদান করেন হয়।
ফেসবুকে মানবিক আবেদন একটি স্ট্যাটাস দেখে গত মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে গড়েয়া ইউনিয়নে প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে ও স্বেচ্ছাসবকলীগের নেতা-কর্মীদের নিয়ে হুইল চেয়ার প্রদান করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ গড়েয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নারায়ণ চন্দ্রের প্রতিবন্ধী মেয়ে স্মৃতি রানী (১২)জন্মের পর থেকেই সে প্রতিবন্ধী, হাত পা মোড়ানো।টাকার অভাবে একটি হুইলচেয়ার কিনতে পারছিলো না। আজকে তার সেই আশা পুরন হলো।
এসময় তিনি বলেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ গরিব ও মেহনতী মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয়ে কাজ করছে।
আমরা করোনা মহামারীতে তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাড়িয়েছি।প্রতি মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পোঁছে দিয়েছি।আমাদের এরকম সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের প্রতি এগিয়ে আসার ধারাবাহিকতা পূর্বেও ছিলো ভবিষ্যতেও থাকবে।
পদে থাকি বা না থাকি কিন্তু এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বেলাল হোসেন স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফ আহম্মেদ শাহ্ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ স্থানীয়রা।
এ জাতীয় আরো খবর