সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-৫
(সাঘাটা-ফুলছড়ি) উপ-নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র
প্রার্থী বিশিষ্ট্য শিল্পপতি ও সমাজসেবক দৈনিক
জয়যুগান্তর পত্রিকার সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ
সাঘাটা ফুলছড়ির বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে
গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে দলীয়
প্রার্থী আর নেতাকর্মীদের ভীড়ে নতুন করে স্বতন্ত্র
প্রার্থীর কার্যক্রম চোখে পড়ায় এলাকায় বেশ আলোচনার
জন্ম দিয়েছেন তিনি। এলাকায় নতুন মুখ হিসেবে
আলোচনায় এসেছেন ক্লিন ইমেজের এই তরুণ
ব্যবসায়ী। এরই মধ্যে নানা শ্রেনী পেশার মানুষ তাকে
সমর্থন দিচ্ছেন।
সাঘাটা ফুলছড়ির সাধারণ ভোটার ও তরুন ভেটাররা
জানান, রাজনৈতিক দলীয় প্রার্থীর পাশাপাশি এলাকার
জন্য কিছু করে দেখাবেন, এমন ব্যক্তির আজ বড়ই
প্রয়োজন। এদিক থেকে শুনেছি, তিনি একজন নব
চেতনা জাগানোর মানুষ। তাকে এগিয়ে নিতে কাজ
করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
একান্ত সাক্ষাৎকারে নিশাদ বলেন, আমি নির্বাচনে
এসেছি সাধারণ মানুষের উন্নয়নের জন্য। বিগত সময়ে
বিভিন্ন দলীয় সাংসদদের কর্মকান্ডে ক্ষুব্ধ জনগন। আমি
সাধারন মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষে স্বতন্ত্র
প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছি। জয়ী হলে
এলাকার উন্নয়নে কাজ করবো। উপজেলা সদরের সঙ্গে
চরাঞ্চলসহ সব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাই
আমার প্রথম কাজ। পাশাপাশি উপজেলার মুল ভু-খন্ডকে নদী
ভাঙনের কবল থেকে রা করতে চাই। এছাড়া বেকারত্ব দুর
করতে কৃষিভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠায় উদ্যোগ
গ্রহন করবো।
নাহিদুজ্জামান নিশাদ উপজেলার বোনারপাড়া, সাঘাটা,
বারকোনা, জুমারবাড়ি, পদুমমহর, ভরতখালী, উল্যাবাজার,
কচুয়া, ফুলছড়ি, কালিরবাজার ও উদাখালী সহ বিভিন্ন
এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে
জনসাধারণের মাঝে তিনি নিজের প্রার্থীতার কথা তুলে
ধরেন।