January 2, 2025, 7:49 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনি খেলায় ট্রাইবেকারে ৩/৫ গোলে ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে গোহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠে পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। বাংলাহিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল এই খেলায় সার্বিক সহযোগীতা করেন। উদ্বোধনি খেলায় গোহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশগ্রহণ করেন। এতে নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল দিতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৩/৫ গোলে ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে গোহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হন। এতে উপজেলার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশগ্রহন করছেন আগামী বৃহস্পতিবার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এসময় সেখানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ, পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,বাংলাহিলি ১ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান,শিক্ষক মহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম

Share Button

     এ জাতীয় আরো খবর