রাকিব হোসেন (ভোলা):
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।
বুধবার ০১ জানুয়ারি ২০২৫ সকাল ৯ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যলয়ের সামনে খোলা মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল অনেক সুসংগঠিত। বিগত বছরগুলোতে ছাত্রদল বিএনপির ভ্যানগার ভ্যানঘাট হিসেবে কাজ করেছে। বোরহানউদ্দিনের অদৃশ্য শক্তি থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। সামনে ছাত্রদলের অনেক ভুমিকা নিয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি মাসে মাদক বিরোধী র্যালি করার জন্য অনুরোধ করেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব আজম কাজী, যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী, ফিরোজ কাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন মুন্সি সদস্য সচিব আবু জাফর মূর্ধা।
পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টিপু, মোঃ রাফসান হাওলাদার, সভাপতি কাচিয় ইউনিয়ন,মো:মিজানুর রহমান শাকিব
যুগ্ন সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল,মোহাম্মদপুর থানা ছাত্রদল,ঢাকা মহানগর পশ্চিম
সহ ছাত্রদলের উপজেলা পৌরসভা সহ ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।