আলবেনিজের লেবার পার্টি গত শনিবার একটি নির্বাচনে স্কট মরিসনের রক্ষণশীল সরকারকে পরাজিত করে নিজেদের বিজয় নিশ্চিত করে।
গত শনিবার (২১ মে) লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে লেবার সরকার অ্যান্থনি আলবানিজ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
মরিসনের সময় অস্ট্রেলিয়া প্রাকৃতিক নানা দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে মরিসনের ভূমিকাকে প্রথমে সফল বলা হলেও পরে তার কাজ নিয়ে সমালোচনা ওঠে।
অস্ট্রেলিয়ার এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জলবায়ু নীতি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রাঙ্ক জোৎজোর মতে, পার্লামেন্টে জলবায়ু নীতির বিষয়ে প্রগতিশীলদের ভোটের ফলাফলে আলবানিজের ভাগ্যবদল হয়েছে।