রংপুর ব্যুরো:দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে রংপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ রংপুর সদর উপজেলা হলরুমে গত ২৯শে মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন স্বাগত বক্তব্য রাখেন।
রংপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।