January 16, 2025, 1:43 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ
ইমরান খান

শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে চলেছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম জোটসঙ্গী মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) হাত মিলিয়েছে দেশটির বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে। ক্ষমতায় টিকে থাকার লড়াই তার জন্য এবার আরও কঠিন হয়ে উঠল। অনাস্থা প্রস্তাবের যাঁতাকল থেকে ইমরান খানের বেরিয়ে আসার পথকে আরও কঠিন করে তুলেছে এই ঘটনা।

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক টুইট বার্তায় বলেছেন, ‘ঐক্যবদ্ধ বিরোধীরা এবং এমকিউএম একটি সমঝোতায় পৌঁছেছে। এমকিউএমের রাবাতা কমিটি এবং পিপিপির সিইসি ওই চুক্তি অনুমোদন দেবে। আমরা আগামীকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। অভিনন্দন পাকিস্তান’।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধীরা যেভাবে জোটবদ্ধ হচ্ছেন তাতে দেখা যাচ্ছে, ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অথবা অনাস্থা ভোটের আগে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার দল পিটিআই।

ইমরান খানের দল পিটিআইয়ের অন্যতম জোটসঙ্গী এমকিউএম-পি বিরোধী দল পিপিপির সঙ্গে চুক্তিতে পৌঁছানোয় দেশটির জাতীয় পরিষদে ঐক্যবদ্ধ বিরোধী গোষ্ঠীর সদস্য সংখ্যা এখন ১৭৭ জনে পৌঁছেছে। এমকিউএম-পি জোট ছাড়ায় ইমরান খানের সরকারের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬৪। জোটসঙ্গীদের নিয়ে ক্ষমতায় আসার সময় জাতীয় পরিষদে পিটিআইয়ের সদস্য সংখ্যা ছিল ১৭৯ জন।

দেশটির ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে জিততে কমপক্ষে ১৭২ সদস্যের সমর্থন প্রয়োজন। এখন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পিটিআইয়ের কোনো সদস্যেরও সমর্থনের প্রয়োজন নেই পিপিপি নেতৃত্বাধীন বিরোধীদের।

বিদেশি অর্থায়নে পাকিস্তানের কিছু মানুষ সরকারকে ক্ষমতাচ্যুত করার যড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। তার দলের জ্যেষ্ঠ মন্ত্রী আসাদ উমর বলেছেন, বিদেশি ষড়যন্ত্রের চিঠি পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে দেখাতে প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রী।

গত রবিবার ইসলামাবাদে জনসমাবেশে ইমরান খান বলেছিলেন, ‘বিদেশি অর্থায়নে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। আমাদের লোকজনকে ব্যবহার করা হচ্ছে। তবে বেশিরভাগ লোকই অসাবধানতাবশত ব্যবহার হচ্ছে। কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমরা জানি কোন জায়গা থেকে আমাদের চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের লিখিতভাবেও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু আমরা জাতীয় স্বার্থের সাথে আপস করব না’।

Share Button

     এ জাতীয় আরো খবর