দিনাজপুর প্রতিনিধি:
মোঃ অহেদুল ইসলাম ( ৭০ ) একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। সে শত চেষ্টা করেও মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করতে পারেনি । সে ভারতের কাঠলা ইয়থ রিশিপশন ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার মূল সার্টিফিকেটের কপি তার জন্মস্থান এলাকার ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলে জমা দেন । সে মুক্তিযোদ্ধা হিসেবে কাঠলা ইয়থ রিশিপশন ক্যাম্পের ইনচার্জ মেজর জেনারেল ( অবঃ ) আ.ল.ম ফজলুর রহমান ও ট্রেনিং ইন্সট্রাকটর ও অর্গানাইজার মোঃ মাহ্তাব উদ্দীন প্রত্যয়ন পত্র দেন । পরবর্তীতে সে তার জন্মস্থান আমড়া গ্রাম উপজেলা ফুলবাড়ী থেকে পার্বতীপুর উপজেলায় পৌর এলাকা রোপ্তমনগর স্হায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন । এখানে এসেও পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলে মুক্তিযোদ্ধা নথিপত্র জমা দেন । পরে দেখা যায় সে তার মুক্তিযোদ্ধা হিসেবে কোন গেজেটে নাম নাই । এর পরেও পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদে বার বার ধর্না দিয়েও মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়নি । হিসেবে বর্তমানে দিনমজুর হিসেবে জীবন যাপন করছে । তার স্ত্রীসহ পার্বতীপুর ছেলে , দুই মেয়ে নিয়ে পার্বতীপুর পৌর এলাকায় বিশ্ব গোডাউনের রাস্তার ধারে পলিথিন ও টিনের ঝাপড়া দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করছেন । তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পেলেও যেন সরকার আমাকে আশ্রায়ন বা অন্য কোন স্থানে বসবাসের জন্য জায়গাসহ ঘরের ব্যাবস্হা করে দিলে সরকরের নিকট চির কৃতজ্ঞ থাকবো ।
আমজাদ হোসেন, পার্বতীপুর, দিনাজপুর