January 8, 2025, 12:59 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

রাজারহাটে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি

কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন মাহে রমযান উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ। ২০ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: শাহআলম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক। প্রথম দিনেই টিসিবি’র পণ্য নিতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, উদ্বোধনী দিনেই রাজারহাট ইউপির ৯টি ওয়ার্ডের ৪০৭৬ টি পরিবারের মাঝে প্রতি কার্ডে ৪৬০ টাকার বিপরীতে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল প্রদান করা হয়। রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩ টি ওয়ার্ডের ২৪ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র এ পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও নূরে তাসনিম। ইতিমধ্যে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তালিকা প্রণয়নপূর্বক ফ্যামিলি কার্ডগুলো সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

মোঃ ফিরোজ মিয়া
রাজারহাট, কুড়িগ্রাম

Share Button

     এ জাতীয় আরো খবর