কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন মাহে রমযান উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ। ২০ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: শাহআলম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক। প্রথম দিনেই টিসিবি’র পণ্য নিতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, উদ্বোধনী দিনেই রাজারহাট ইউপির ৯টি ওয়ার্ডের ৪০৭৬ টি পরিবারের মাঝে প্রতি কার্ডে ৪৬০ টাকার বিপরীতে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল প্রদান করা হয়। রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩ টি ওয়ার্ডের ২৪ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র এ পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও নূরে তাসনিম। ইতিমধ্যে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তালিকা প্রণয়নপূর্বক ফ্যামিলি কার্ডগুলো সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।
মোঃ ফিরোজ মিয়া
রাজারহাট, কুড়িগ্রাম