-
- অপরাধ, রাজশাহী, সারাদেশে
- তানোর ৯বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার
- আপডেট সময় February, 19, 2022, 5:10 pm
- 168 বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন,উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর গ্রামের ইমরুল কাসেমের পুত্র ফরহাদ বিশ্বাস(২৫) ও একই ইউনিয়নের মালশিরা গ্রামের সিরাজ মন্ডলের পুত্র খোকন(৩৩)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের ৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান,আসামিরা অত্যন্ত গোপনে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর