January 16, 2025, 12:56 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

নোয়াখালীতে গণঅধিকার পরিষদের গণসমাবেশে পুলিশের বাধা

নিউজডেস্ক:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে, নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জেলা শহর মাইজদি টাউন হলের মোড়ে পূর্ব ঘোষিত গণ সমাবেশে পুলিশ বাধা দেয়, এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
পুলিশের বাধার প্রতিবাদে চৌমুহনী চৌরাস্তা থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু হয়, মিছিলটি প্রধান সড়ক ঘুরে চৌমুহনী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন,গণঅধিকার পরিষদ এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশের বিভিন্ন স্থানে সরকার বাধা দিচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনগণ কে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তিনি নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।

গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন,গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা কর্তৃক পূর্বঘোষিত গণসমাবেশে অবৈধ সরকারের অবৈধ প্রশাসন বাধা দেয়। এ বাধার প্রতিবাদে নোয়াখালী জেলার গণঅধিকার পরিষদ সহযোদ্ধারা তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ অবৈধ সরকারকে এই বার্তাই দিয়েছে যে, আগামীতে এ অবৈধ প্রশাসন আমাদের কোনো প্রোগ্রামে বাধা প্রদান করলে আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের বলেন,একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দিয়ে, পণ্ড করে দিয়েছেন,আমাদের নেতাকর্মীদের লাঠিপেটা করেছেন।ভবিষ্যতে আপনাদের কোনো বাধাঁ মানা হবে না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার কয়েকশ নেতাকর্মী।

Share Button

     এ জাতীয় আরো খবর