আন্তর্জাতিক ডেস্ক :
আগামী ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ইউক্রেনে যেকোন সময় রাশিয়া হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে এ সময়সীমা বেধে দেওয়া হয়। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন। ইতিমধ্যে নিজ দেশের নাগরিকদের জন্য একই রকম ঘোষণা দিয়েছে বৃটেন ও কানাডা সহ জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া সরকার।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অনেকাংশে বেড়ে যাওয়ার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
সূত্র: বিবিসি