January 16, 2025, 12:43 am

সংবাদ শিরোনাম
বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন

জৈন্তাপুরে বিজিবি কর্তৃক চেয়ারম্যান’র উপর মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার’র উপর বিজিবি কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। জৈন্তাপুর উপজেলাবাসীর উদ্যোগে ৯ ফেব্রুয়ারী রোববার বিকাল ৩টায় উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ পরগণার সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী। বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস শুকুর, আলতাফ হোসেন বিলাল,আব্দুস শুকুর, আওয়ামীলীগ নেতা হোসাইন আহমদ, মাওলানা কবীর আহমদ। সাবেক ইউপি সদস্য শামীম আহমদের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক জামাল আহমদ, ইউপি সদস্য হারুনুর রশিদ সরকার, বশির আহমদ, জালাল উদ্দিন, আব্দুল কাদির, আখলাকুল আম্বিয়া, সমাজ সেবি নুরুল ইসলাম, শাহিন আহমদ। সভায় বক্তারা বলেন চেয়ারম্যান বাহারুল আলম বাহার একজন নিরীহ মানুষ। জনপ্রতিনিধি হিসেবে ঐদিন তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংশা করে দেওয়ার চেষ্ঠা করেন। বিজিবি সীমান্তে দায়িত্ব পালন করবে, তারা দরবস্ত বাজারে অভিযান করার কোন যুক্তিকতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা। নেতৃবৃন্দ আগামী বুধবার উপজেলা সদরে মানব বন্ধন করার ঘোষণা করেন এবং এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর জৈন্তার সকল নেতৃবৃন্দকে নিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
এম,এম রুহেল
জৈন্তাপুর, সিলেট
Share Button

     এ জাতীয় আরো খবর