January 29, 2025, 3:15 am

সংবাদ শিরোনাম
নিখোঁজের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পার্বতীপুর সহ সারা দেশে রেলের রানিং স্টাফের ধর্মঘটে বন্ধ রেল যাত্রীদের ভোগান্তি বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য আটক নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে বৃক্ষরোপণ কর্মসুচি জয়পুরহাটের ক্ষেতলালে গলা কেটে ভ্যান ছিনতাই, জনতার হাতে আটক-২ মৌলভীবাজারে নবগঠিত সদর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ২০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিচার হয়নি ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ এর বিরুদ্ধে সংবাদ সন্মেলন শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে এক যৌথ কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আবারও পুতিনকে বাইডেনের হুঁশিয়ারি, এবার ইস্যু পাইপলাইন

আন্তর্জাতিক ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। ইউক্রেন ইস্যুতে সেই কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে এক যৌথ কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে বন্ধ হবে ‘নর্ড স্ট্রিম-ট’ পাইপলাইন প্রকল্পের কাজ।

দ্বৈত বৈঠক সম্পর্কে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট ইস্যুতে একসঙ্গে কাজ করবেন তারা।

উল্লেখ্য, একই ইস্যুতে এর আগে জার্মানি রাশিয়াকে গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল । এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনটি এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। যা নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর, ব্যয় হয়েছে ১১০০ কোটি মার্কিন ডলার।

গত বছরের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু এ লাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি এখনো শুরু হয়নি। জার্মানির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় গ্যাস সরবরাহ থেমে আছে। এই গ্যাসলাইনের মালিক রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গাজপ্রোম।

Share Button

     এ জাতীয় আরো খবর