তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। শনিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন তিনি। তার স্ত্রীও একই ধরনের উপসর্গে ভুগছেন। তবে বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
৬৭ বছরের এরদোয়ান তার টুইটে বলেন, ‘হালকা কিছু লক্ষণ অনুভব করার পর আমার স্ত্রী ও আমার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। ভাগ্য ভালো যে, আমাদের সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি।’ বাসা থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরদোয়ান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টাও করছেন।