January 16, 2025, 6:07 pm

আগামী বছর বিদেশ যাবে সাড়ে ৯ লাখ কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

আগামী বছর সাড়ে ৯ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আগামীকাল রোববার দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে চালু করা হবে ই ভিসা। প্রবাসীদের অবদান স্মরণ করতে ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস পালনের প্রস্তাব দিয়েছেন তিনি।

করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার প্রায় বন্ধ ছিল। আগামী বছর সেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সরকারের।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, তিন বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। রোববার দেশটির সাথে একটি সমঝোতা স্মারক সই হচ্ছে।

তিনি আরো জানান, আগামী বাজেটে র‍্যামিটেন্স প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার প্রস্তাব দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে ই-ভিসা চালু করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া, প্রবাসীরা যাতে বিদেশ থেকে পাসপোর্টের পাশাপাশি যেন জাতীয় পরিচয়পত্র পায় সে উদ্যোগে নেয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফ্লাইট ভাড়া অস্বাভাবিক বাড়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন দুই মন্ত্রী।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর