আন্তর্জাতিক ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে সামূদ্রিক ঘূর্ণিঝড় আইডার প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত এবং পানির ঢলে বন্যা দেখা দেয়ায় নিউইয়র্ক এবং নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সেখানে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ২ বছর। স্মরণকালের ভয়াবহ বন্যায় এখনো অনেকে পানিবন্দি অবস্থায় আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে এখন যেরকম ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং রাস্তায় যেরকম বিপদজনক অবস্থা তৈরি হয়েছে, তাকে এক ‘ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
বন্যায় বহু মানুষ তাদের বাড়ির বেজমেন্টে আটকে পড়েছে। ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশনগুলোতে পানি ঢুকে পড়েছে এবং লোকজনের বাড়িঘর, রাস্তাঘাট সব বন্যায় ভেসে গেছে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। নিউইয়র্কের সাবওয়ের বেশিরভাগটাই বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্ক এবং নিউ জার্সি থেকে বেশিরভাগ ট্রেন এবং বিমানের ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে।
নিউ ইয়র্কের পুলিশ লোকজনকে রাস্তায় না যেতে পরামর্শ দিয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, নগরীর নানা প্রান্ত থেকে আসা সাহায্যের আবেদনে তাদের সাড়া দিতে হচ্ছে।
//ইয়াসিন//