হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে তার ব্যক্তিগত বাসভবনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
বিবৃতিতে ক্লদে জোসেফ বলেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি। উল্লেখ্য, দেশটিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। এরফলে হাইতিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।
ক্লদে জোসেফ আরো বলেন, মইসির মৃত্যুতে “রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।
বিবিসির তথ্য মতে, এবছরের শুরুতেও হাইতির রাজধানী ও অন্যান্য কয়েকটি শহরে ময়িসের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
//ইয়াসিন//