সাইবার সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে কমপক্ষে এক যুগ পিছিয়ে রয়েছে চীন, এমনটিই বলছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক নতুন গবেষণা। তাদের মতে, নিজেদের সক্ষমতাকে অনেক বাড়িয়ে প্রচার চালায় বেইজিং।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে তুলনা করলেও চীনের সাইবার ইন্টেলিজেন্স অপরিণত বলে দাবি করা হয়েছে প্রতিবেদন। গবেষণা অনুযায়ী, কনটেন্ট সিকিউরিটির ওপর বেশি গুরুত্ব দেয় চীন।
বিশ্বের দেশগুলোর সাইবার হ্যাকিং সক্ষমতার তালিকাও করেছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। তাদের নতুন পরিসংখ্যান বলছে, এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র থেকে বেশ পিছিয়ে দ্বিতীয় ধাপে রয়েছে চীন ও রাশিয়া। র্যাংকিংয়ে তৃতীয় পর্যায়ে রয়েছে ভারত, উত্তর কোরিয়া, ইরান ও জাপান।
//ইয়াসিন//