ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
বলিউডে বর্তমানে মূল আলোচনা স্বজনপ্রীতি নিয়ে।এ নিয়ে দুই পক্ষ হয়ে গেছে।তারকা পরিবারে থাকা একদল বলছে, স্বজনপ্রীতি দিয়ে তারা ইন্ডাস্ট্রিতে আসেনি, আরেকদল বলছে, স্বজনপ্রীতির কারণে অনেকেই ভালো অবস্থানে আছেন।এ নিয়ে প্রায় সব তারকা তাদের মতামত দিয়েছেন।সম্প্রতি এ নিয়ে বললেন কারিনা কাপুর খান।তিনি বলেন, ‘আমি স্বজনপ্রীতির শিকার হয়েছি এমনটা নয়।তবে কাপুর পরিবারের হওয়ায় সুবিধাও পেয়েছি।কিন্তু সেটা একজন কারিনা হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল না। আমাকে পরিশ্রম করতে হয়েছে আজকের অবস্থানে আসার জন্য।তিনি আরো জানিয়েছেন, কাপুর পরিবার থেকে এলেও তার জন্য নায়িকা হওয়াটা সহজ ছিল না। কারণ তাদের পরিবারে একটা সময় বাড়ির মেয়েদের সিনেমায় অভিনয় করা নিয়ে আপত্তি ছিল। কারিশমা কাপুর প্রথম সেই প্রথা ভেঙেছিলেন, তারপর কারিনা।অভিনেত্রী বলেন, ‘বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। স্বজন পোষণের সুবিধা হয়তো পেয়েছি, কিন্তু শুধুমাত্র সেগুলোর জন্য আমি টিকে আছি, তা ঠিক নয়। কারণ স্বজনদের শক্তি ব্যবহার করে এখানে আসা যায়, কিন্তু দক্ষতা না থাকলে টিকে থাকা যায় না। সে প্রমাণও আছে অনেক।কারিনার কথায়, ‘কঠোর পরিশ্রম করেই আজকের অবস্থানে আমাকে আসতে হয়েছে। তাই জোর গলায় বলতে পারি, স্বজনপ্রীতি নয়, আমাদের তৈরি করেছেন দর্শকরা। আমরা দর্শকদের তৈরি তারকা।
প্রাইভেট ডিটেকটিভ/৮ আগষ্ট ২০২০/ইকবাল