ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেল সংগীতশিল্পী রাজু চাকলাদারের অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘চাঁদোয়া মন’। ‘এ বুকে চাঁদের নদী গভীর/ হৃদয়ের ভাঁজে ভাঁজে, সাজানো নিকোটিন।/ পাঁজরের সিঁড়ি বেয়ে নেমে যায় বুকে—/ মোহনায় এক এক ডুব, ওঠে আবার ডুব—/ গলে যায় চাঁদের শরীর।‘চাঁদোয়া মন’ রাজুর ‘জলের আগুন’ অ্যালবামের দ্বিতীয় গান। বিরহকাতর প্রেমিকহৃদয়ের বিমূর্ত বাস্তবতার এক প্রতিচ্ছবি এই গান। প্রেমিক মনের গভীর আকুতি ফুটে উঠেছে চমৎকার কথা, সুর আর গায়কীতে। পরম প্রার্থিত মানুষটি জীবন থেকে সরে গেলে ভালোবাসার আলোয় তিল তিল করে রাঙিয়ে তোলা হৃদয় যেমন দখল করে নেয় জীবনক্ষয়ী নিকোটিন, তেমনি থেমে যায় বুকের ভেতর অনন্তযৌবনা নদীর কলতান। আশা-নিরাশার দোলাচলে তবুও মানুষ বেঁচে থাকে, হারানো প্রেম ফিরে পাওয়ার প্রহর গোনে। যেমনটি রাজু লিখেছেন—‘নদীটা মরে ছিল শোকে,/ চাঁদটাও ঢাকা ছিল মেঘে/ চাঁদনি রাতে আজ, ভাবছি বসে তোমায়/ তুমিও কি একা একা, ভাবছো বসে আমায়?/ হাওয়ার সাঁকো বেয়ে, মনের ভেতর—/ কাঁদছে চাঁদোয়া মন, অষ্টপ্রহর।গানটি প্রসঙ্গে রাজু চাকলাদার বলেন, ‘সংগীত হলো আহত মনের শান্তিসুধাস্বরূপ—যার মাধ্যমে বুকের ভেতরের জমাটবাঁধা ব্যথার বরফ গলে গলে অশ্রু হয়ে বেরিয়ে যায়। সংগীত হৃদয়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে দেয় হাজারো রঙ।আশা করি আমার এ গানটিও শ্রোতাদের তেমনই অভিজ্ঞতা দেবে।’গানটি গাওয়ার পাশাপাশি বাণী রচনা এবং সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই।সংগীত পরিচালনা করেছেন এ সময়ের ব্যস্ত সংগীত পরিচালক রোকন ইমন। ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। ‘ভেল্কি প্রোডাকশন্স’-এর ব্যানারে নির্মিত গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Raju Chaqladar থেকে প্রকাশ পেয়েছে।গানের লিংক : https://youtu.be/Q110TU5czW4
প্রাইভেট ডিটেকটিভ/৭ আগষ্ট ২০২০/ইকবাল