September 21, 2024, 5:45 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

আগামী নির্বাচনে প্রমাণ হবে মানুষ কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না: হানিফ

আগামী নির্বাচনে প্রমাণ হবে মানুষ কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের মানুষ যে কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না, সেটা আগামি সংসদ নির্বাচনেই প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর খালেদা জিয়ার মতো দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদের বোকা ভাবারও সুযোগ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় ঘুরছে, এরইমধ্যে দুর্নীতির দায়ে তারেক রহমানসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা সাজাপ্রাপ্ত হয়েছে, যাদের বিরুদ্ধে দেশ-বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ রকম একজন দুর্নীতিবাজ সাবেক ব্যর্থ প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি মানুষ আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবে তাদের এটা পাগলের সুখ মনে মনে ছাড়া আর কিছুই নয়। কল্পনার মধ্যেই এই সুখ নিয়ে তাদের থাকতে হবে। দেশের জনগণ এতিমদের টাকা আত্মসাৎকারী, দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারীদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, দেশের মানুষ এখন বর্তমান বিশ্বের সততা ও দক্ষতার দিক দিয়ে প্রথম তিনজনের একজন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না প্রমুখ। মেলায় বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল বসেছে। আগামি শনিবার এই মেলা শেষ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর