September 28, 2024, 6:11 pm

সংবাদ শিরোনাম
মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান বৈষম্যের পদভারে পিষ্ঠ নাটোরের প্রাণ এ্যাগ্রো এবং পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষনা সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক, পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় রশি পেচিয়ে বৃদ্ধ মহিলার আত্মহত্যা ময়মনসিংহে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৪ চিলমারীতে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব বাগআঁচড়া-নাভারণ সড়কের বেহাল দশা,দেখার কি কেউ নেই?

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ শুক্রবার ২০শে সেপ্টেম্বর, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ মাইনুল আহসান খান একটি নতুন সংবিধান রচনার চ্যালেঞ্জ:- অসমাপ্ত বিপ্লবের কিছু বৈশিষ্ট্য শীর্ষক একটি প্রভাষন ও দুর্নীতি নির্মূলে দেশবরেণ্য গুণীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করেন। বক্তারা জাতীয় সমন্বয় কমিটির পক্ষ হতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ১১ দফা দাবি পেশ করেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে সুশাসন ও মুক্ত গণতন্ত্র চর্চা গুরুত্বপূর্ণ হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, অংশগ্রহণমূলক ও দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা প্রক্রিয়া অনেক চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন। তারা রাষ্ট্রের সকল সেক্টরে দুর্নীতিমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিবাজদের বিচার ও সংবিধান সংশোধনের প্রয়োজনীয় কথা উল্লেখ করেন। রাজনীতি,ব্যবসা,প্রশাসন সহ, বিভিন্ন পেশার দলদাস,সুবিধাভোগী, লুটেরা দুর্বৃত্ত ও সম্পদ পাচারকারী জাতীয় বেইমানদের দেশত্যাগ বন্ধ করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানান

Share Button

     এ জাতীয় আরো খবর