মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
কোরবানির ঈদে ছোটদের জন্যে এশিয়ান টিভিতে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘তিন দৈত্য’।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বড়দা মিঠু, ফারুক আহমেদ, মাজনুন মিজান, তারেক স্বপন, জামিল হোসেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, নিলা ইসলাম, সূচনা শিকদার, পাবেল ও রানা মল্লিক।নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান।নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘তিন দৈত্য ফিরে এলো মেগাসিরিয়াল নির্মাণে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশের বাইরেও একাধিক স্থানে দৃশ্যায়ন করতে যাচ্ছি।এটা বড় বাজেটের প্রজেক্ট।নিঃসন্দেহে এর জনপ্রিয়তাও হবে অনেক।সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর থেকে তিন দৈত্য ফিরে এলো সম্প্রচার করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৯ জুলাই ২০২০/ইকবাল