ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক।মাত্র একদিন আগেই মাকে হারিয়েছেন তিনি।প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা।তবুও রবিবার সকালেই তিনি হাজির হলেন শুটিংয়ে।একেই হয়তোবা বলে পেশাদারিত্ব, আবার জীবিকার প্রতি সততাও বলা যেতে পারে।এ নিয়ে কাঞ্চনের ছবিসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ লিখেছেন, একজন অভিনেতা, কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লো আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে।যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি।হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়।হয়তো অন্য কিছু।রুদ্রনীল ঘোষের ওই পোস্টে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন।সত্যিকারের অভিনেতারা হয়তো এমনই হয়ে থাকেন।বুকের মধ্যে কষ্ট চাপা রেখে দর্শকের জন্য কাজ করেন।তাদের মনের কথা কারও বোঝার ক্ষমতা থাকে না।
প্রাইভেট ডিটেকটিভ/৬ জুলাই ২০২০/ইকবাল