January 16, 2025, 9:00 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আমি কেবলমাত্র আল্লাহকে জবাব দিতে বাধ্য – অভিনেত্রী জাইরা ওয়াসিম

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

অভিনেত্রী জাইরা ওয়াসিম।ছবি সংগৃহীত

প্রাণঘাতি করোনা ভাইরাসের পাশাপাশি পঙ্গপালও ভোগাচ্ছে ভারতকে।পঙ্গপালের আক্রমণে বেশ কয়েকটি রাজ্যের কৃষকদের ত্রাহি অবস্থা। এরমধ্যেই পঙ্গপাল নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন একসময়ে আলোচিত অভিনেত্রী জাইরা ওয়াসিম।তবে বিতর্কের পরও নিজের অবস্থানেই রয়েছেন ‘দঙ্গল’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি ও খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।কিছুদিন আগেই পঙ্গপাল নিয়ে টুইট করেন জাইরা। যেখানে পঙ্গপালের আক্রমণকে আল্লাহর মর্জি বলেছিলেন তিনি। এই টুইটের পরে ট্রোলড হন জাইরা এবং তিনি ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিটও করে দেন।জাইরা ওয়াসিমের এই টুইট নিয়ে সাংবাদিক তারিক ফতেহ লেখেন, ভারতীয় মুসলিম অভিনেত্রী জাইরা ওয়াসিম আল্লাহর প্রকোপের শিকার হওয়া নিজের দেশবাসী নিয়ে ইয়ার্কি করছেন।পঙ্গপালদের হানাকে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন দেখুন….”জাইরা ওয়াসিমও জবাব দিয়েছেন তারিক ফতেহর টুইটের।তারিক ফতেহর জন্য একটি বার্তা শেয়ার করে লিখেছেন, আমি এখন অভিনেত্রী নই। আমিও এও বিশ্বাস করি যে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে ক্রোধ এবং অভিশাপ খুব অসংবেদনশীলতার পরিচয়।কোরআনে যা লেখা আছে, তা কেবল পড়ে ভুলে যাওয়ার জন্য নয়। তা জীবনে সঠিক পথ বাছার জন্য লেখা রয়েছে।জাইরা ওয়াসিম টুইটে আরও লিখেছেন, আমার টুইটের ভুল মানে করা হয়েছে। যেকোনো মতই হোক, তা ভালো বা খারাপ তা আমার মনের অবস্থাকেই বর্ণনা করে। আমি এই বিষয়টির ব্যাখ্যা করতে চাই না। আমি কেবলমাত্র আল্লাকে জবাব দিতে বাধ্য, তাঁর সৃষ্ট বিষয়কে নই। এই পৃথিবী বহু আগে থেকেই ঘৃণা এবং কট্টরতার মতো অনেকগুলি বিষয়ের মধ্যে দিয়ে চলেছে, এই ঘৃণাকে আরও না বাড়ানো, অন্তত এটুকু তো আমরা করতেই পারি।আর যেমনটা আমি সবসময়ই বলি, আমরা একটু সংবেদনশীল হই, বাকি আল্লাহ জানেন।আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের সকল সমস্যা থেকে বাঁচান।আর হ্যাঁ, এখন আমি আর অভিনেত্রী নই।

ডিটেকটিভ/৪ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর