পর্যটক আবু তাহের সাগর চাঞ্চল্যকর হত্যা : দুই ছিনতাইকারী আটক
দিদারুল আলম সিদকার কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের বাহাররছড়া গোলচত্বর এলাকায় পর্যটক আবু তাহের সাগর খুনের সঙ্গে জড়িত দু’ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। ৩০ ডিসেম্বর ঝিলংজার হাজি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঝিংলজা হাজিপাড়ার মো. রফিকের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৮) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেন (১৮)।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামীপেশাদার ছিনতাইকারী মোঃ সাইফুল ইসলাম (১৮) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেনকে (১৮) ঝিলংজার হাজীপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে নিহত আবু তাহের ওরফে সাগরের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল সেটও উদ্ধার করা হয়। গত ১৫ ডিসেম্বর কক্সবাজার বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে নির্মমভাবে খুন হয় আবু তাহের ওরফে সাগর।