September 18, 2024, 6:41 am

সংবাদ শিরোনাম

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রিয়ার আপত্তি

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রিয়ার আপত্তি
ডিটেকটিভ বিনোদন ডেস্ক    


নিজেরই পারফর্ম করা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এখন আপত্তি উঠেছে অভিনেত্রী রিয়া সেনের পক্ষ থেকে। যদিও এ বিষয়ে নায়িকার তরফে সরাসরি কিছু জানা যায়নি। তবে এ নিয়ে চলছে জোর কানাঘুষা। রিয়া সেন সদ্য বিয়ে করেছেন। তাই হয়তো ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি তৈরি হয়েছে তার মনে। এমনটাই মনে করছেন সবাই। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে রিয়ার। সিরিজটিতে সই করার আগে তিনি এসব জেনেবুঝেই রাজি হয়েছিলেন। তখন তার কোনো আপত্তি ছিল না। কিন্তু শিবম তিওয়ারির সঙ্গে বিয়ের পরই বেঁকে বসেছেন রিয়া। পরিচালক সুযশ ভাধবকরকে তিনি অনুরোধ করেছেন, নিশান্ত মালকানির সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যগুলি যেন কেটে বাদ দিয়ে দেয়া হয়। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করছে কলকাতা টুয়েন্টি ফোর। সে খবরে আরো বলা হয়, ‘রাগিনী এমএমএস রিটার্নস’ ছবিতে রিয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্রে  অভিনয় করেছেন। চরিত্রের নাম সিমরান। সহশিল্পী নিশান্ত মালকানির সঙ্গে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। গল্পের প্রয়োজনেই সেগুলো দেখানো দরকার। কিন্তু রিয়া সে দৃশ্যগুলি শুট করার সময় নাকি অস্বস্তি বোধ করছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘রাগিনী এমএমএস রিটার্নস’ থেকে রিয়ার পারফর্ম করা একটি সাহসী দৃশ্য ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। খুব তাড়াতাড়ি সেটি ভাইরালও হয়ে যায়। তারপর নিশান্তও রিয়াকে নিয়ে একটা মারাত্মক কথা ফাঁস করেন। তিনি বলেন, ওই দৃশ্যের শুটিংয়ের আগে রিয়া এসে তাকে জানান তার উচিত প্যান্টটা নামিয়ে দেয়া। তাতে নাকি মেয়েরা বেশি আকৃষ্ট হবে। হঠাৎ রিয়া একরকম জোর করেই তার প্যান্ট টেনে নামিয়ে দেন। নিশান্ত এও বলেছেন, রিয়া দৃশ্যটি সুন্দর শুট করেছিলেন। তবে এখন তিনি বিবাহিত। তাই হয়তো এই ধরনের দৃশ্যগুলির সঙ্গে স্বাচ্ছ্বন্দ্য বোধ করছেন না। অন্যদিকে রিয়া জানিয়েছেন, ওইভাবে ঘনিষ্ঠ হয়ে শুটিং করার সময় তার অস্বস্তি হচ্ছিল। তিনি সেটি পরিচালকে জানিয়েছিলেন। পরিচালক তাকে আশ্বাস দিয়েছেন, তিনি সেই দৃশ্যগুলি কমিয়ে দেবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর