এবারই প্রথম জাহিদ হাসান-শশী
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
দুই পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শারমীন জোহা শশী। ‘বিবর্তন’, ‘বউপাগল’সহ বেশ কিছু নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। অন্যদিকে জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নাটক-টেলিফিল্ম পরিচালনা করছেন। কিছুদিন ধরে তিনি নির্মাণ করছেন ‘হুলস্থুল’ নামে একটি ধারাবাহিক নাটক। এতে প্রথমবারের মতো জাহিদ হাসানের পরিচালনায় অভিনয় করলেন শশী। এ প্রসঙ্গে শারমীন জোহা শশী বলেন, ‘জাহিদ ভাই দেশের নাট্যাঙ্গনের একজন গুণী অভিনেতা। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে শুটিংয়ের সময় তা শিখিয়ে দেন। এটি সত্যি অনেক বড় ব্যাপার। তিনি তার মতো অভিনয় করে যেতে পারেন কিন্তু সহশিল্পী হিসেবেও যে একটা দায়বদ্ধতা থাকে সেটা জাহিদ ভাই কখনো এড়িয়ে যান না। এ কারণেই তিনি বড় মাপের একজন অভিনেতা। জাহিদ হাসান বলেন, ‘শশী খুব ভালো অভিনয় করে। আমার এ ধারাবাহিকেও সে দারুণ অভিনয় করেছে। পরিচালক হিসেবে তার অভিনয়ে আমি সন্তুষ্ট। আশা করি, দর্শক তার অভিনয়ে আবারো মুগ্ধ হবেন। খুব শিগগির বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে।