দীর্ঘ বিরতির পর ‘তোলপাড়’ শুরু করলেন শাকিবা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাকিবা। ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে চিত্রপাড়ায় অভিষেক ঘটে। কিন্তু শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর একাধারে ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্র্ধষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘দুই পুরুষ’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ তার অভিনীত ৪০টির বেশি সিনেমা মুক্তি পায়। সর্বশেষ ২০১১ সালে শাকিবা অভিনীত ‘মাটির ঠিকানা’ মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর আবারো ‘তোলপাড়’ নামে নতুন সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। এ সিনেমা প্রসঙ্গে শাকিবা বলেন, ‘গত জুলাই মাস থেকে ‘তোলপাড়’ সিনেমার কাজ করছি। এ সিনেমার গল্প দারুণ। এতে দর্শক আমাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। এরইমধ্যে সিনেমার দৃশ্যধারণের সব কাজ প্রায় শেষ হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান। গল্প প্রসঙ্গে শাকিবা বলেন, ‘এ সিনেমায় রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন। এ ছাড়াও কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গেও যোগাযোগ হয়েছে শাকিবার। ‘সুরমাই’ নামে একটি সিনেমায় কাজের বিষয় চূড়ান্ত হয়েছে। খুব শিগগির এ সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। ২০১৩ সালে সরকারি অনুদানের ‘নমুনা’ সিনেমায় অভিনয় করেন শাকিবা। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ সিনেমায় শাকিবার বিপরীতে অভিনয় করেন আরেফিন শুভ। সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি। শাকিবা পিংকি নামে মডেলিং শুরু করেন। এরপর টিভি নাটকে কাজ করেন। সেখান থেকে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী।