মাধুরীর ইউটিউব চ্যানেল
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সাম্প্রতিক সময়ে বলিউড তারকারা ইউটিউব চ্যানেলের দিকে ঝুঁকছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শিল্পা শেঠীরা আগেই ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন।
এবার সে রাস্তায় হাঁটলেন মাধুরী দীক্ষিতও। তিনিও খুলেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই খবরটি জানিয়ে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি। প্রথম ভিডিওতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পারফরম্যান্সের রিহার্সেলের অংশ পোস্ট করেছেন মাধুরী, যা সরোজ খানের কোরিওগ্রাফ করা। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘সময়ের সঙ্গে সবাইকে চলতে হয়। সে জন্যই ইউটিউব চ্যানেল খুলেছি। এর মাধ্যমে ভক্তরা আমার জীবন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। ধীরে ধীরে বিভিন্ন কনটেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’ এদিকে সম্প্রতি স্বামী শ্রীরাম নেনের সঙ্গে হাত মিলিয়ে তার দ্বিতীয় মারাঠি ছবি প্রযোজনা করছেন মাধুরী। এ অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ সিনেমায়।