January 17, 2025, 1:35 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

অন্যরকম অভিজ্ঞতায় ন্যান্সি

অন্যরকম অভিজ্ঞতায় ন্যান্সি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

১৮ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। এই সফরে বেশ কয়েকটি শোতে অংশ নিয়েছেন তিনি। এবারের সফরে ন্যান্সির সঙ্গে ছিল তার বড় মেয়ে রোদেলাও। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নে কনসার্ট করেছেন এ গায়িকা। তার সঙ্গে গেয়েছে রোদেলাও। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি মা ও মেয়ে ঘুরেও বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। দেশে ফিরে খানিক বিশ্রামে রয়েছেন তারা। তবে খুব শিগগিরই কাজে ফিরবেন বলে জানিয়েছেন ন্যান্সি। এ সফর প্রসঙ্গে তিনি বলেন, ১৮ দিনের সফর ছিল। কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি। আমার সঙ্গে এবার প্রথম কোনো বিদেশ সফরে রোদেলাকে নিয়ে গিয়েছিলাম। মা-মেয়ে মিলে গান করেছি। একসঙ্গে ঘুরে বেড়িয়েছি। অন্যরকম একটা সময় পার করেছি আমরা। আর তিনটি কনসার্টই খুব ভালো হয়েছে। দর্শক সমাগমও ছিল যথেষ্ট। অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। বলতে গেলে এ অভিজ্ঞতা অন্যরকম। অনেক দিন মনে থাকবে সফরটি। এবার নতুন কাজ নিয়ে কি পরিকল্পনা? ন্যান্সি বলেন, দেশে ফিরলাম মাত্র। একটু বিশ্রামে রয়েছি। নতুন করে কাজ শুরু করবো কয়েকদিনের মধ্যেই। এরইমধ্যে হাবিব ভাইয়ের সঙ্গে আমার দুটি গান নতুন করে প্রকাশ হয়েছে সম্প্রতি। একটি হলো- ‘ঝরা পাতা’ আর অন্যটি ‘তুমি যে আমার ঠিকানা’। দুটি গানের ভিডিওতে আমি ও হাবিব ভাই অংশ নিয়েছি। শ্রোতা-দর্শক বেশ পছন্দ করছেন দেখলাম। নতুন আরো কয়েকটি গানের কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে সামনে করে ফেলবো। তাছাড়া শো ও টিভি অনুষ্ঠানেও অংশ নেবো দ্রুতই।

Share Button

     এ জাতীয় আরো খবর