শাহরুখকে নিয়ে ছবি করবেন, তবে পারিশ্রমিক ৩০ কোটি!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
এই বছরের শুরুর দিকে আইপিএল এর একটি ম্যাচে শাহরুখ খান এবং তামিল নির্মাতা অতলিকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কানাঘুষা শুরু হয়েছিল। কোনো ঘোষণা না দেয়া হলেও শোনা যাচ্ছে অতলি ও শাহরুখ এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা গেছে, বলিউডে সিনেমা নির্মাণের জন্য অতলি পারিশ্রমিক হেঁকেছেন ৩০ কোটি রুপি। ছবিতে শাহরুখ থাকছেন। অতলির আইডিয়া পছন্দ হয়েছে তার। ছবির ব্যাপারে বিস্তারিত জানা যাবে নভেম্বরে। আপাতত অতলি ‘বিগিল’ এর প্রচারণায় ব্যস্ত আছেন। মুক্তির প্রতীক্ষায় থাকা অতলি পরিচালিত ‘বিগিল’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তামিল সুপারস্টার বিজয়। আর তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নয়নতারা। খেলাভিত্তিক কাহিনীর ভিত্তিতে নির্মিত হয়েছে ‘বিগিল’। ‘বিগিলে’র বাজেট ১৮০ কোটি রুপি। অক্টোবর মাসের ২৭ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।