January 17, 2025, 9:23 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

বর্তমান প্রজন্মের নায়িকাদের অনুপ্রেরণা তামান্না

বর্তমান প্রজন্মের নায়িকাদের অনুপ্রেরণা তামান্না

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘মিল্কি বিউটি’ খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সাই রা নরসিমহা রেড্ডি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। মুক্তির পর বক্স অফিস কাঁপাচ্ছে এটি। দর্শক-সমালোচক ও বক্স অফিস সফলতার পর সিনেমার কলাকুশলীদের নিয়ে এক পার্টির আয়োজন করা হয়। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন চিরঞ্জীবী। অভিনেত্রী তামান্নার প্রশংসা করে এ অভিনেতা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রের পর তামান্নার লক্ষ্মী চরিত্র দর্শকের মাঝে লক্ষ্যণীয় প্রভাব ফেলেছে। তার ত্যাগ, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা খুবই উঁচু মানের। আমি গর্বের সঙ্গে বলতে পারি, তামান্না বর্তমান প্রজন্মের নায়িকাদের অনুপ্রেরণা। ভারতের স্বাধীনতা সংগ্রামী ওয়ালোয়ারা নরসিমহা রেড্ডিকে নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ১৮৪৭ সালে ভারতীয় বিপ্লবী নরসিমহা রেড্ডিকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটিতে সাই রা চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জীবী। এতে আরো অভিনয় করেছেনÑ জগপতি বাবু, বিজয় সেথুপাতি, রবি কৃষাণ, নয়নতারা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ও ‘বাহুবলি’ সিনেমাখ্যাত আনুশকা শেঠি। এটি পরিচালনা করেছেন সুরেন্দর রেড্ডি। ২০০৫ সালে হিন্দি ভাষার ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তামান্না ভাটিয়া। এরপর তেলেগু ভাষার ‘শ্রী’ সিনেমার মাধ্যমে একই বছর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারে তার অভিনীত ৬৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার ৪টি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর