January 17, 2025, 9:06 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়: শবনম ফারিয়া

৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়: শবনম ফারিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নিজ দেশ নিয়ে যারা হতাশ, তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছোড়ে দিয়েছেন বাংলা নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলছেন, দেশে একদল মানুষ আছে, কোনো একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, ‘এই দেশে আর থাকতে চাই না’, ‘এই দেশের ভবিষ্যৎ নাই’ ইত্যাদি, ইত্যাদি…। সম্প্রতি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দেশের মানুষের প্রতি প্রশ্ন রাখেন, যেন সব দেশের দোষ, দেশ শিখিয়ে দিয়েছে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুন খারাপি করো! আর দুনিয়ার কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না? এজন্য জানতে তিনি গুগলে সার্চ করতে বলেছেন। তিনি লিখেছেন, একটু গুগল করে বিভিন্ন দেশের অপরাধের হার একটু দেখবেন তো! দুই-চারটা ভালো কাজ করার চেষ্টার কথা উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যাই হোক, আইইএলটিএস-এ ৮ উঠিয়ে তারপর স্ট্যাটাস দিয়েন এই দেশে থাকতে চান না! তার আগে শুধু শুধু দেশকে দোষ না দিয়ে দুই-চারটা ভালো কাজ করার চেষ্টা করেন! সন্তানদের নৈতিক শিক্ষা দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি লিখেছেন, ‘২টা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, ২টা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দেন…। ৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়, সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দেই না!’

 

Share Button

     এ জাতীয় আরো খবর