-
- অপরাধ, সারাদেশে
- তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালত এক মাতালের কারাদণ্ড
- আপডেট সময় August, 27, 2019, 7:50 pm
- 173 বার পড়া হয়েছে
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

প্রতিকি ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোঃ গোলাপ মিয়া(৩৫) নামের এক যুবককে মদ খেয়ে মাতলামি করার অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাতাল যুবক কারাবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, আজ ২৭ আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে বাদাঘাট বাজারে মদ খেয়ে মাতলামি বাড়ির আত্নীয় স্বজনের উপর মারপিট শুরু করে। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাতাল গোলাপের বাড়ি থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাড়িতে নিয়ে আসে। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিফ ইমতিয়াজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাতাল গোলাপ মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করে। বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর