January 12, 2025, 1:57 am

কোহলির দুর্দান্ত সেঞ্চুরি বিধ্বংসী গেইলকে ছাপিয়ে

কোহলির দুর্দান্ত সেঞ্চুরি বিধ্বংসী গেইলকে ছাপিয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ওয়ানডেতে ক্রিস গেইল ছিলেন যেন ঘুমিয়ে। জেগে উঠলেন শেষ ম্যাচে। ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন বিধ্বংসী শুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ গড়ল চ্যালেঞ্জিং স্কোর। কিন্তু বিরাট কোহলি যখন থাকেন ছন্দে, কোনো চ্যালেঞ্জই তো মনে হয় না খুব কঠিন! অধিনায়কের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে টানা দুই জয়ে ভারত জিতে নিল সিরিজ।

তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল খানিকটা খেলা হওয়ার পর।

ত্রিনিদাদে বুধবার গেইল খেলেছেন ৪১ বলে ৭২ রানের ইনিংস। ২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫৮ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ থকে লম্বা সময়। পরে ম্যাচ নেমে আসে ৩৫ ওভারে। ক্যারিবিয়ানরা তোলে ৭ উইকেটে ২৪০ রান।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৫। কঠিন লক্ষ্যে ভারত পৌঁছে যায় ১৫ বল বাকি রেখেই।

৪৩তম ওয়ানডে সেঞ্চুরিতে ৯৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তার নবম সেঞ্চুরি। ছুঁয়েছেন শচিন টেন্ডুলকারের রেকর্ড।

কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এতদিন এককভাবে ছিল টেন্ডুলকারের, অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৯ সেঞ্চুরি।

কুইন্স পার্ক ওভালের ব্যাটিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেছিল টস জিতে। শুরুটা ছিল খানিকটা মন্থর। ম্যাচের প্রথম ওভার মেডেন নেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ ওভার মেডেন নেন মোহাম্মদ শামি।

এরপর আচমকাই বদলে যায় চিত্র। ঝড়ের শুরু এভিন লুইসের ব্যাটে। দুটি চার ও এক ছক্কা মারেন ভুবনেশ্বরকে। পরের ওভারে শামিকে তিন চার ও এক ছক্কা মারেন গেইল। রান আসতে থাকে বানের জলের মতো।

প্রথম ৪ ওভারে ক্যারিবিয়ানদের রান ছিল ১৩। পরের ৬ ওভারে আসে ১০১! ১০ ওভারে ১১৪ রান, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আগে ব্যাট করা কোনো দলের সর্বোচ্চ।

টর্নেডো গতিতে শুরুর পর দুজন ফেরেন পরপর দুই ওভারে। ২৯ বলে ৪৩ রান করা লুইস আউট হন লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেলকে ছক্কায় ওড়াতে গিয়ে।

পরের ওভারে গেইল ফেরেন বাঁহাতি পেসার খলিল আহমেদের বলে কোহলির ক্যাচে। ৮ চারের পাশে তার ইনিংসে ছক্কা ছিল ৫টি।

জোড়া উইকেটের পর কমে যায় রানের গতি। তিনে নেমে ২৪ রান করতে শেই হোপ খেলেন ৫২ বল। বৃষ্টির পর একটু মন্থর হয়ে আসা আউটফিল্ডও ভুগিয়েছে স্বাগতিকদের।

পরে নিকোলাস পুরানের ১৬ বলে ৩০ ও শেষ দিকে একটি করে চার ও ছক্কায় কার্লোস ব্র্যাথওয়েটের ১৬ রানে ক্যারিবিয়ানরা যেতে পারে ২৪০ পর্যন্ত।

ভারতের চ্যালেঞ্জ ছিল ওভারপ্রতি প্রায় সাড়ে সাত করে রান তোলার। শুরুতেই ধাক্কা খায় তারা রোহিত শর্মার রান আউটে।

দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ানকে নিয়ে কোহলি গড়েন ৬৬ রানের জুটি। এই জুটিও আগেই ভাঙতে পারত। কিন্তু কিমো পলের বলে ১১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান কোহলি। সেটির খেসারত প্রবলভাবে দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

৩৬ বলে ৩৬ রান করে ধাওয়ান আউট হন ফ্যাবিয়ান অ্যালেনের বলে। বাঁহাতি স্পিনারের ওই ওভারেই ফেরেন রিশাভ পান্ত। মিড অফে ক্যাচ দেন নিজের প্রথম বলেই বেরিয়ে এসে খেলতে গিয়ে।

দ্রুত দুই উইকেটের পরও ম্যাচ জিততে খুব বেগ পেতে হয়নি ভারতকে। কোহলির সঙ্গে আবারও দুর্দান্ত জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। টানা দুই ম্যাচে দুজন গড়লেন ম্যাচ জেতানো শতরানের জুটি।

দেড় বছর পর দলে ফিরে ভারতের মিডল অর্ডারে জায়গা পাকা করার পথে আরেকটু এগিয়ে গেছেন শ্রেয়াস। পাঁচে নেমে আগের ম্যাচে করেছিলেন ৬৮ বলে ৭১। এবার পরিস্থিতির দাবি ছিল আরও দ্রুত রান তোলা, শ্রেয়াস করেছেন ৫ ছক্কায় ৪১ বলে ৬৫।

দুর্দান্ত সব শটে কোহলির ওপর চাপ অনেকটাই কমিয়ে দেন শ্রেয়াস। চতুর্থ উইকেটে দুজনের ১২০ রানের জুটিতেই জয়ের কাছে পৌঁছে যায় ভারত।

কেমার রোচের এক ওভারে দুই বাউন্ডারিতে সেঞ্চুরির পথে এগিয়ে যান কোহলি। ব্র্যাথওয়েটকে টানা দুটি বাউন্ডারিতে শেষ করে দেন ম্যাচ। ১৪ চারে অপরাজিত থাকেন ১১৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ৯ ইনিংসে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক, সিরিজের সেরাও তিনিই।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ২৪০/৭ (গেইল ৭২, লুইস ৪৩, হোপ ২৪, হেটমায়ার ২৫, পুরান ৩০, হোল্ডার ১৪, ব্র্যাথওয়েট ১৬, অ্যালেন ৬*, পল ০*; ভুবনেশ্বর ৫-১-৪৮-০, শামি ৭-১-৫০-২, খলিল ৭-০-৬৮-৩, চেহেল ৭-০-৩২-১, কেদার ৪-০-১৩-০, জাদেজা ৫-০-২৬-১)।

ভারত: (লক্ষ্য ৩৫ ওভারে ২৫৫) ৩২.৩ ওভারে ২৫৬/৪ (রোহিত ১০, ধাওয়ান ৩৬, কোহলি ১১৪*, পান্ত ০, শ্রেয়াস ৬৫, কেদার ১২*; রোচ ৭-০-৫৩-১, হোল্ডার ৪-০-৩৯-০, পল ৫-০-৩৯-০, অ্যালেন ৬-০-৪০-২, চেইস ৭-০-৪৩-০, ব্র্যাথওয়েট ৩.৩-০-৩৮-০)।

ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারত ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি

ম্যান অব দা সিরিজ: বিরাট কোহলি

Share Button

     এ জাতীয় আরো খবর