April 27, 2025, 8:07 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

সৎ মনোভাব থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব: শিল্প প্রতিমন্ত্রী

সৎ মনোভাব থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব: শিল্প প্রতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সৎ মনোভাব ও পরিষ্কার মন নিয়ে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। তিনি বলেন, প্রকল্প পরিচালকের অবশ্যই সার্বক্ষণিকভাবে প্রকল্প এলাকায় অবস্থান করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া সাভারে ট্যানারি শিল্পনগরীর আশপাশে অবস্থিত অন্যান্য শিল্প কারখানাসমূহ যাতে নদীতে রাসায়নিক বর্জ্য না ফেলতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিল্প প্রতিমন্ত্রী। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের এডিপিতে উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহের সব কর্মকর্তাকে আধঘণ্টার মধ্যে ফাইল নিষ্পন্ন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে কোরবানির পরবর্তী ২ থেকে ৩ মাস সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপিকে যাতে এর ধারণ ক্ষমতা দৈনিক ২৫০০০ ঘন মিটারের অতিরিক্ত তরল বর্জ্য পরিশোধন না করতে হয়। সেজন্য আগাম পরিকল্পনার নির্দেশ দেন তিনি। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, গণপূর্ত বিভাগের প্রতিনিধিরাসহ শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিসিক শিল্পনগরীর খালি প্লটসমূহে নতুন শিল্প-প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রমোশনাল কর্মসূচি গ্রহণ করার জন্য বিসিককে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের কম সেগুলোর প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং যেসব প্রকল্পের অগ্রগতি ৯৮ শতাংশের বেশি তাদের মধ্যে থেকে বিশেষ শর্তানুসারে ৩-৫ জন প্রকল্প পরিচালককে দ্রুত লেটার অব অ্যাপ্রিসিয়েশন দেওয়ার নির্দেশ দেন তিনি। শিল্প সচিব বলেন, কাজের মান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অবশ্যই শেষ করতে হবে। নতুন অর্থবছরের শুরুতেই কাজের তৎপরতা বাড়াতে হবে যাতে প্রকল্পের জন্য বরাদ্দ হতে টাকা কর্তন করার প্রয়োজন না হয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে সচিব আশ্বাস দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর