গাইবান্ধায় ‘পল্লীবন্ধু এরশাদ’ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনে জার্মান দূত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদুত মি. পিটার ফাহ্রেনহল্টজ বলেছেন হাসপাতাল প্রতিষ্ঠা করা মহৎ কাজ। মা ও শিশুরা হাসপাতালে সহজে চিকিৎসা নিতে পারবে। কারো বাবা-মা অসুস্থ হলে তাড়াতাড়ি নিকটস্থ এই হাসপাতালে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ নতুন ও পুরাতন রাজনীতিবীদদের সমন্বয় ও প্রচেষ্টায় এগিয়ে চলেছে। এখন অনেক উন্নয়ন হচ্ছে। মি. পিটার এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা একজন তরুণ জাতীয় সংসদ সদস্য পেয়েছেন। যিনি জনগণের কল্যাণে কাজ করেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামধন গ্রামে সুন্দরগঞ্জ-রংপুর রোডের পাশে পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল ও প্রস্তাবিত নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় জার্মানী রাষ্ট্রদুত মি. পিটার ফাহ্রেনহল্টজ একথা গুলো বলেন। এর আগে তিনি সুন্দরগঞ্জ ড্রাইভিং ট্রেনিং ইন্সটিটিউটের শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, থানা কর্মকর্তা ইনচার্জ এস এম আবদুস সোবহান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, জাপা নেতা রেজাউল হক রেজা ও জহুরুল ইসলাম বাদশা প্রমুখ। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার শামীম বলেন এরশাদ ছিলেন জনপ্রিয় ও সফল রাষ্ট্রনায়ক। তাই তার নামেই এ হাসপাতাল প্রতিষ্ঠিত হচ্ছে। আগামি এক বছরের মধ্যেই এ হাসপাতাল চালু করা হবে। তিনি আরো বলেন এই হাসপাতালে মা, শিশু ও সন্তান প্রসবের চিকিৎসা বিনামূল্যে দেয়া হবে। উল্লেখ্য জার্মানী রাষ্ট্রদুত পিটার এমপি শামীম হায়দার পাটোয়ারীর আমন্ত্রণে দুই দিন সুন্দরগঞ্জে অবস্থান করেন। গত গত বৃহস্পতিবার এমপি শামীমের সাথে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেন। পরে সন্ধ্যায় সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাঙ্গালী সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদুত পিটার ও এমপি শামীমকে সংবর্ধনা দেয়া হয়।