July 27, 2024, 10:02 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনায় প্রকাশ্য সড়কে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা, রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গুজব ছড়িয়ে দুই সন্তানের জননী এক নারীকে দল বেঁধে পিটিয়ে হত্যাসহ চাঞ্চল্যকর কয়েকটি পিটিয়ে হত্যার ঘটনার মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে ক্রাইসিস যেটা আছে, সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি, মাত্রাতিরিক্ত এবং সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, গুজবের বিষয়ে আমরা জাতির সচেতনতা কামনা করছি। সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজবে যাতে কান না দেয়। গুজব ছড়ানো প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, মৌলবাদ-মৌলবাদ শুধু মুসলমানরাই করে না বিভিন্ন ধর্মাবলম্বীরাও করে, যারা উগ্র। এখন ধরুন, আমেরিকায় গিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে; এগুলো সব কিছুর বিষয়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমরা আশা করছি। লন্ডন থেকে গুজব এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সরকারি দলের নেতাদের মন্তব্যের প্রসঙ্গ উঠলে মোজাম্মেল বলেন, আমি একটা কথা বলি, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলতেন যে, নৌকায় ভোট দিলে মসজিদে আযান হবে না, উলুধ্বনি হবে। এগুলি সব আপনারা জানেন, এগুলো রেকর্ডেড। তিনি বলতেন, নৌকায় ভোট দিলে এ দেশ ভারত হয়ে যাবে এবং পদ্মা সেতু দিয়ে হেঁটে গেলে পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে। বিএনপি নেতাদের তিনি পরামর্শ দিয়েছিলেন, যাতে পদ্মা সেতু দিয়ে কখনো চলাচল না করে। কাজেই তাদের দ্বারাই সম্ভব মিথ্যাচার করা, গুজব সৃষ্টি করা- এটা তো বুঝাই যায়। নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মানুষ নিখোঁজ হচ্ছে আবার পাওয়া যাচ্ছে। বিভিন্ন কারণ আছে- কিছুকিছু আছে, মানুষ যখন দুর্নীতি করে তখন তারা পালিয়ে থাকে, আবার পারিবারিক সামাজিক চাপে অনেক সময় হঠাৎ উধাও হয়ে যায়। মস্তিষ্ক বিকৃতির কারণে উধাও হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে আইন আছে, আদালত আছে। আমরা পরামর্শ দেব তার দ্বারস্থ হওয়ার জন্য। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর