নতুন নিয়মে সেমিফাইনাল চান কোহলি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে চোখ ভেজেছে ভারতের কোটি সমর্থকের। এমন স্বপ্ন ভেঙে যাওয়ার পর বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন চেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গত বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ২০২৩ বিশ্বকাপে নকআউট পর্বে পরিবর্তন আনা প্রয়োজন। গ্রুপ পর্বে সেরা হয়ে একটা দল একটা বাজে দিনের জন্য বিদায় নেবে কেন? ক্রিকেট বিশেষজ্ঞদের এমন কথার সঙ্গে সুর মিলিয়ে কোহলি বলেন, ‘যদি পয়েন্ট তালিকার এক নম্বরে থাকার কোনো গুরুত্ব থাকে, তাহলে এখানে একটা যুক্তিসঙ্গত জায়গা আছে আমার কথার, তবে আমি জানি না কি বাস্তবায়ন হতে যাচ্ছে।’ কোহলি বলেন, ‘আপনি পয়েন্ট তালিকার এক নম্বরে আছেন, এরপর অল্প সময়ের জন্য বাজে খেললেন এবং আপনি বাদ, এটা আপনাকে মেনে নিতে হচ্ছে।’ সেমিফাইনালে ভারতের বিদায়ের পরে কথা উঠছে, বিশ্বকাপের এই ফরম্যাটটা ঠিক আছে কি না। গ্রুপ পর্বে সেরা হয়ে একটা দল একটা বাজে দিনের জন্য বিদায় নেবে কেন? সৌরভ উদাহরণ দেন আইপিএলের।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘কিছু একটা ভাবা দরকার। আইপিএলের প্রক্রিয়াটা বেশ ভাল। প্রথম দু’টো দল দু’টো করে সুযোগ পায়। একটা বাজে দিন এভাবে শেষ করে দিতে পারে না একটা ভাল দলকে।’
উল্লেখ্য, আইপিএলে পয়েন্ট তালিকার এক নম্বর আর দুই নম্বর দল প্রথমে কোয়ালিফায়ার খেলে, যেখানে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ থাকে ফাইনালে ওঠার।