আজ বিশ্বকাপে লীগ পর্বে শীর্ষ স্থান দখলের লড়াইয়ে অস্ট্রেলিয়া-ভারত
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চলতি বিশ্বকাপে লীগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলের লড়াইয়ে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ভারত। শুধু শীর্ষ স্থানই নয় দল দল নিয়ে আয়োজিত রাউন্ড রবীন পদ্ধতির শেষ ম্যাচ জিতে সেমফিাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে মোকাবেলা এড়াতেও চায় দল দুটি।
আজ ম্যাচের আগে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দুই বারের চ্যাম্পিয়ন ভারত এবং ইংল্যান্ড ইতোমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডও প্রায় শেষ চার নিশ্চিত করেছে। তবে আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচের পর সেটা নিশ্চিত হবে। তবে বাংলাদেশের বিপক্ষে মিরাকল কিছু ঘটানো সম্ভব হবেনা পাকিস্তানের।
সাত জয় এবং এক পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার িেশর্ষ আছে অস্ট্রেলিয়া। ছয় জয়, এক পরাজয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ছয় জয় এবং তিন পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে স্বাগতিক ইংল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষ স্থান দখলে নিতে কাল হেডিংলিতে শ্রীলংকার বিপক্ষে জয়ী হতে হবে ভারতকে। আবার একই দিন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়া হারলেই কেবলমাত্র শীর্ষে উঠবে ভারত।
টানা তিন ম্যাচে পরাজিত হলেও চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডই শেষ চারে জায়গা পচ্ছে।
তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড আগামি ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিতে মোকাবেলা করবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলের। ৯ জুলাই ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিতে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার প্রথম ও চতুর্থ স্থানে থাকা দুই দল।
রোববার ভারতকে ৩১ রানে হারানোর পর প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিততে চায়া ইংল্যান্ড অধিনায়ক স্পস্টই এজবাস্টনকে পছন্দের ভেন্যু হিসেবে উল্লেখ করেছেন।
ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিকরা পর পর শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে পথ হারিয়েছিল ঠিকই। কিন্তু ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে পুনরায় ঠিক পথে ফিরেছে। যা তাদেরকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বিপজ্জনক দলের তকমা দিয়েছে।
সাবেক ইংল্যান্ড টেস্ট অধিনায়ক মাইকেল ভন বলেন অস্ট্রেলিয়ার জন্য হতাশার কিছু দেখছেন না তিনি।