January 13, 2025, 11:19 am

সংবাদ শিরোনাম

বড় জুটি গড়তে না পারাটাই আমাদের ব্যর্থতা: মাশরাফি

বড় জুটি গড়তে না পারাটাই আমাদের ব্যর্থতা: মাশরাফি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বোলাররা বাঁচা-মরার ম্যাচে লক্ষ্যটা রেখেছিলেন নাগালে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে আসতে পারলেন না ব্যাটসম্যানরা। দলকে উপহার দিতে পারলেন না বড় কোনো জুটি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, একটা ৮০-৯০ রানের জুটি গড়তে পারলে হয়তো চিত্রটা ভিন্ন হতো।

বার্মিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার ২৮ রানে ভারতের কাছে হেরে সেমি-ফাইনালের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক জানান, জেতার জন্য একটা বড় জুটি খুব প্রয়োজন ছিল।

“টিকে থাকতে এই ম্যাচটা আমাদের জিততেই হতো। আমরা তা করতে পারিনি। জেতার জন্য একটা ৮০ থেকে ৯০ রানের জুটি প্রয়োজন ছিল।”

ম্যাচে বাংলাদেশ ৩০ ছাড়ানো জুটি পেয়েছিল পাঁচটি। এর কেবল একটি ছাড়াতে পেরেছে পঞ্চাশ। সপ্তম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

হেরে যাওয়া ম্যাচে কিছু প্রাপ্তি দেখছেন মাশরাফি, “মুস্তাফিজ আজকে ভালো বোলিং করেছে। সাকিব ও মুশফিক ভালো ব্যাটিং করেছে। ওরা টুর্নামেন্ট জুড়েই ভালো করছে।”

আগামী বৃহস্পতিবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শেষ হবে বাংলাদেশের। শেষটা ভালো করতে উন্মুখ অধিনায়ক।

Share Button

     এ জাতীয় আরো খবর