চলমান বিশ্বকাপে ৯ রানে জীবন পেয়ে রোহিতের চতুর্থ সেঞ্চুরি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দ্বাদশ বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নিলেন ভারতের ডান-হাতি ওপেনার রোহিত শর্মা। গতকাল বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলেন রোহিত। অবশ্য ৯ রানে জীবন পেয়েছিলেন রোহিত।
ম্যাচের তখন পঞ্চম ওভারে আক্রমনে ছিলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ঐ ওভারের চতুর্থ বলটি বাউন্স দিয়েছিলেন ফিজ। সাথে সাথে পুল করে দেন রোহিত। ঐ সময় মিডউইকেট ফিল্ডিং করছিলেন তামিম ইকবাল। বল আকাশে উড়ে যাওয়ায় ক্যাচের জন্য স্কয়ার লেগে দৌঁড়ে যান তামিম। বলের লাইনে গিয়ে বল দু’হাতে নিয়েও পরে তামিম ফেলে দেয়ায় জীবন পান রোহিত।
জীবন পেলে কি কলেন রোহিত, অতীতে রেকর্ড আছে। আবারো অতীতের রেকর্ডকে ফিরিয়ে আনলেন তিনি। ৪৭ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন রোহিত। পরের ৫০ রান তুলতে আরও কম বল খেলেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ৪৩ বল মোকাবেলা করে পরের হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। অর্থাৎ নিজের মুখোমুখি হওয়া ৯০তম বলে এবারের বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন রোহিত। এ সময় ৬টি চার ও ৫টি ছক্কা মারেন রোহিত।
সেঞ্চুরির পর আরও একটি বাউন্ডারি মেরে বিদায় নিতে হয় রোহিতকে। বাংলাদেশের মিডিয়াম পেসার সৌম্য সরকারের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭টি চার ও ৫টি ছক্কায় ৯২ বলে ১০৪ রান করেন রোহিত। এর আগে এবারের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, পাকিস্তানের বিপক্ষে ১৪০ ও ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।
২১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে গতকাল ২৬তম ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির করলেন রোহিত।