February 10, 2025, 12:33 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

ভ্রমণে প্রশান্তি পেতে বরফের ঘর

ভারতের মানালিতে অবস্থিত বরফের ঘর দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। ভ্রমণপিপাসুরা মানালিতে এলে বরফের ঘর দেখেই মুগ্ধ হয়ে যান। কেননা প্রচণ্ড গরমেও এখানে প্রশান্তির ছোঁয়া পাওয়া যায়।

বরফের ঘরগুলো আধুনিক সাজে সজ্জিত। ঘরগুলোতে অনায়াসেই দু’জন থাকা যায়। ঘরগুলো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তার চেয়েও বেশি সুন্দর এবং আরামদায়ক। ঘরের এক রাতের ভাড়া ৪,৬০০ টাকা থেকে ৫,৬০০ টাকা।

ভারতের অন্য কোনো পর্যটন কেন্দ্রে এতো সুন্দর বরফের ঘর নেই। মানালিতে বরফের ঘরে থাকার পাশাপাশি স্নো-স্কেটিংয়ের আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।

কীভাবে যাবেন
ঢাকা-বেনাপোল বাস ভাড়া নন এসি ৫শ’ টাকা। বর্ডার পাড় হয়ে অটোতে বনগাঁ স্টেশন ভাড়া ৩০ রুপি। ট্রেনের টিকিট শিয়ালদহ পর্যন্ত ১৫-২০ রুপি। শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস গিয়ে ফরেন কোটার টিকিট কাটবেন ভাড়া নন এসি স্লিপার ক্লাস ৬০০-৬৫০ রুপি। ট্রেনে দিল্লি স্টেশন নেমে পাশের মেট্রো ট্রেনে কাশ্মির গেট বাস টার্মিনাল ভাড়া ১৫-২০ রুপি। এবার দিল্লি-মানালি নন এসি বাসের টিকিট ৫৮৫ রুপি।

বিকল্প
রোথাং পাস বন্ধ হলে গাড়ি গুলাবা পর্যন্ত যাবে। টেক্সি ভাড়া ২২০০-২৫০০ রুপি। যদি সোলাং ভ্যালি অ্যাড করেন তাহলে আরো ৩০০ রুপি দিতে হবে। চাইলে প্রাড়াগ্লাডিং করতে পারেন। বাকিটা অটোতে ঘুরবেন।

মনে রাখবেন
হাতে সময় থাকলে কিছু সময় দিল্লি ঘুরে দেখতে পারেন। ব্যাগ রাখার জন্য কাশ্মির গেট টার্মিনালের নিচ তলায় লকার ভাড়া ৩০ রুপি। রেস্ট নিতে চাইলে টার্মিনালে শুয়ে পরুন। দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত পরিষ্কার ফ্লোর রয়েছে। এছাড়া বাস মল রোডের পাশে নামালে আশেপাশে অনেক হোটেল পাবেন।

খাবার
মানালিতে খাবারের কষ্ট। তারা অনেক মসলা ব্যবহার করে। এখানে আসার আগে পিওর ভেজিটেরিয়ান হলে ভালো। কমখরচে খাওয়ার জন্য থালি বেস্ট ১০০-১৫০ রুপি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর